Thursday 17 May 2012

মাই ফাদার

একবার ইংরেজি পরীক্ষার প্রশ্ন দেখে আমার চোখ তো ছানাবড়া। আমি রচনা পড়ে গিয়েছিলাম ‘মাই ফ্রেন্ড’ আর প্রশ্নে এসেছে ‘মাই ফাদার’। 
প্রশ্ন নিয়ে কিছুক্ষণ উসখুস করে ভাবতে লাগলাম, কী করা যায়? হুম্, পেয়েছি। বিষয়টা জলের মতোই সহজ মনে হচ্ছে। শুধু ফ্রেন্ডের জায়গায় ফাদার বসিয়ে দিলেই তো খেল খতম! তো এই ভেবেই আমি ইংরেজিতে ‘মাই ফাদার’ রচনা লেখা শুরু করলাম এভাবে, ‘আমার অনেক বাবা আছে, কিন্তু দারা সিং আমার খুব প্রিয় একজন বাবা। তিনি প্রায়ই আমাদের বাসায় আসেন। তাঁর সঙ্গে আমি অনেক খেলা করি। আমার মাও তাঁকে খুব পছন্দ করেন।’
রচনার একদম শেষে লিখে দিলাম,----- ‘অসময়ের বাবাই প্রকৃত বাবা।’

No comments:

Post a Comment