Saturday 26 May 2012

অবিশ্বাস্য কিন্তু সত্য-

☺ অনেক আগে স্কটল্যান্ডে নতুন একটা খেলা প্রচলিত হয় যার নিয়ম হলো "Gentlemen Only..Ladies Forbidden", এখান থেকে GOLF নামের প্রচলন।

☺ অস্ট্রিচের চোখ এর মগজের চেয়েও বড়।

☺ প্রতি সেকেন্ডে যদি একটা করেও তারকা গননা করা হয়, এই হিসাবে গ্যালাক্সীর মোটা তারকা গননা করতে তিনহাজার বছর সময় লাগবে।

☺ মৃত্যুর পরেও মানুষের চুল ও নখ বাড়ে।

☺ "The quick brown fox jumps over the lazy dog"- এই বাক্যে ইংরেজি সব অক্ষর বিদ্যমান।

☺ বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।

☺ গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।

☺ মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ।

(নেট থেকে ধার করা)

No comments:

Post a Comment