Wednesday 16 May 2012

ঘড়ি ১৫ মিনিট ধীরে চলে ----


আমি কাল বড় একটি হোটেলে খেতে গেছি, তৃতীয় তলায় উঠতেই আমার দামি ঘড়িটা হাত থেকে খুলে নিচে পড়ে গেল আমি হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এসে আকাশের দিকে তাকিয়ে রইলাম আমার এমন তাকানো দেখে সবাই অবাক, এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস
করলেন, -----
 ‘ভাই, আপনি আকাশের দিকে তাকিয়ে কী করছেন?’ 
আমি বললাম, ‘আমার হাতঘড়িটা তৃতীয় তলা থেকে পড়ে গেছে, তাই ধরার চেষ্টা করছি’ 
ভদ্রলোকটি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘তা ভাই, ঘড়ি ধরার জন্য নিচে না দেখে আকাশের দিকে চেয়ে আছেন কেন?’ 

আমি এবার বিরক্ত হয়ে বললাম, ‘আরে ভাই, কাজের সময় এত কথা বলেন কেন? আমার ঘড়ি তো ১৫ মিনিট ধীরে চলে, তৃতীয় তলা থেকে পড়তে সেটার তো একটু সময় লাগবেই, তাই আগাম ওপরের দিকে তাকিয়ে আছি



No comments:

Post a Comment