Monday 25 June 2012

ভালোবাসা যুগে যুগে----

বিংশ শতাব্দী ১৯০২ কবি-কবিতার পরিচয় হলো এক গানের আসরে। ভালো লাগা, বন্ধুত্ব, প্রণয়।
১৯০৪ কবি যায় রাজধানীতে আর কবিতা মফস্বলে থাকে, কথা হয় মনে মনে, দেখা হয় চিঠিতে!
১৯০৯ কবি-কবিতার বিয়ে হলো। কবিতা পাড়াগাঁয়ে থাকে আর কবি থাকে শহরে। দুজনের দেখা হয় দুই দিনের লঞ্চভ্রমণ শেষে। তিন মাসে একবার। কবি-কবিতার মনে খুব কষ্ট।
একবিংশ শতাব্দী ২০০২ টোনাটুনির পরিচয় হলো নেটে। ভালো লাগা, বন্ধুত্ব, প্রেম। ২০০৪ টোনা যায় বিদেশ, টুনি দেশে থাকে। কথা হয় চ্যাটে। দেখা হয় ওয়েবক্যামে।
২০০৯ টোনাটুনির বিয়ে হলো। টোনা থাকে ঢাকা, টুনি পড়ে চিটাগাং। দুজনের দেখা হয় ছয় ঘণ্টা বাসভ্রমণ শেষে মাসে দুইবার। টোনাটুনির মনে খুব কষ্ট।
দ্বাবিংশ শতাব্দী ২১০২ ফ্রুক্টো-ফ্রুক্টিকার পরিচয় হলো ইন্টারগ্যালাকটিক সাইবার কানেকশনে। ভালো লাগা, বন্ধুত্ব, প্রেম।
২১০৪ ফ্রুক্টো মঙ্গলে যায়, ফ্রুক্টিকা পৃথিবীতে থাকে। কথা হয় পারসোনেল স্যাটেলাইটে। দেখা হয়, এক্সট্রা পাওয়ার হাই ফিল্ড টেলিস্কোপে। ২১০৯ ফ্রুক্টো-ফ্রুক্টিকার বিয়ে হলো। ফ্রুক্টো থাকে মঙ্গলের ফোবসে, ফ্রুক্টি থাকে বৃহস্পতির এক উপগ্রহে। দুজনের দেখা হয় ছয় মিনিটের আলট্রাসনিক এয়ার ভ্রমণ শেষে, দিনে একবার। ফ্রুক্টো-ফ্রুক্টিকার মনে খুব কষ্ট।

No comments:

Post a Comment